অমিত শাহের ছেলের সংস্থার বার্ষিক আয় নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের মালিকানাধীন সংস্থার বার্ষিক আয় নিয়ে এবার মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। এক বছরে আয়বৃদ্ধি ১৬ হাজার গুণ! অমিত শাহের ছেলের সংস্থার বিরুদ্ধে তদন্ত করান প্রধানমন্ত্রী, দাবি সিব্বলের|
রবিবার এক সর্বভারতীয় ইংরেজি সংবাদামাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরওসির অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষে জয় শাহের মালিকানধীন টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বার্ষিক টার্নওভার ছিল ৫০ হাজার টাকা। সেখানে ২০১৫-১৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা| এবিষয়ে আক্রমণ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীও। টুইটারে তিনি লেখেন, অবশেষে ডিমোনেটাইজেশনের লাভবানকে পাওয়া গেল। এটা রিজার্ভ ব্যাঙ্ক নয়, গরিব অথবা কৃষকরা। ইনি হলেন, শাহ-এন-শাহ। জয় অমিত। সংবাদ মাধ্যমের এই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ‘শাহের এই বিজনেস মডেল’ ব্যাখ্যা করুন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাঁর প্রশ্ন, এবার কি সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করাবেন প্রধানমন্ত্রী, যেমনটা তিনি বিরোধীদের ক্ষেত্রে করে থাকেন?
এখানেই থেমে থাকেননি সিব্বল। বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই সংস্থা হঠাৎ লাভ করতে শুরু করে। আরওসি পরিসংখ্যান দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালে জয় শাহের সংস্থা লোকসান করেছিল। সেখান থেকে ২ বছরের মধ্যে বার্ষিক আয় কয়েক হাজার গুণ বেড়ে গেল। এটা বিস্ময়কর।’