ওয়াশিংটন, ৭ অক্টোবর (হি.স.) : সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে আর একবার কড়া বার্তা দিতে চলেছে ওয়াশিংটন৷ আগামী সপ্তাহেই পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক এবং স্বরাষ্ট্র দফতরের উপদেষ্টারা৷ পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য এবং নানাভাবে জঙ্গি সংগঠনগুলিকে মদত বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে৷ এই অভিযোগের ভিত্তিতেই জঙ্গি সংগঠনগুলির বাড়বাড়ন্ত ঠেকাতে পাকিস্তানকে আরও একবার সাবধান করল ট্রাম্প প্রশাসন৷
মার্কিন প্রশাসন সূত্রে খবর, জিহাদি সংগঠনগুলিকে মদত দেয় পাকিস্তান৷ এই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানের মাটি থেকে নির্মুল করতেই পাক সফরে আসছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা৷ তবে, এটি প্রথম নয়৷ এর আগেও বহুবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে সাবধান করেছে ট্রাম্প সরকার৷
২০১১সাল থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অম্লমধুর৷ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য পাকিস্তানে কমান্ডো পাঠিয়েছিল বারাক ওবামা৷ তারপর থেকেই এই দুদেশের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে থাকে ধীরে ধীরে৷ এরপর ট্রাম্প দেশের সিংহাসনে বসার পর এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হয়ে যায়৷
অগস্টে ট্রাম্প সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন সরকার৷ কিন্তু পাকিস্তানকে ধীরে ধীরে জঙ্গিদের স্বর্গরাজ্য করে গড়ে তুলছে পাকিস্তান৷ তবে, এর আগে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন গুলির উপর একদিকে ড্রোন হামলা বাড়ানো অপর দিকে বেশ কিছু আর্থিক সাহায্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হোয়াইটহাউস৷
2017-10-07