কলকাতা, ৭ অক্টোবর (হি.স.) : ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে আগামীকাল রবিবার থেকে কলকাতায় তিনদিনের বিশেষ বৈঠকে বসবেন কমিউনিস্ট নেতারা। ১১টি সমমতাবলম্বী দলের নেতারা এতে অংশ নেবেন। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কমিউনিস্ট কাজকর্মের মূল্যায়ণের পাশাপাশি নভেম্বর বিপ্লবের শতবর্ষে কমিউনিস্টদের দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা হবে প্রস্তাবিত সভায়। চিন, উত্তর কোরিয়া, রাশিয়া, গ্রিস, ভিয়েতনাম, কিউবা, নেপাল, বাংলাদেশের প্রতিনিধিরা আসছেন বৈঠকে অংশ নিতে। সিপিআই সূত্রের খবর, সিপিএমের বিমান বসু ও নীলোৎপল বসুর এতে অংশ নেওয়ার কথা। প্রকাশ্য সভার পর একটি হোটেলের ব্যাঙ্কোয়েটে হবে রুদ্ধদ্বার সম্মেলন।
2017-10-07