হায়দরাবাদের, ৬ অক্টোবর (হি.স.) : রোগীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতাল চত্বরে। রোগীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রোগীর আত্মীয়দের সঙ্গে হাসপাতালের জুনিয়র ডাক্তার সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার অভাববোধ করার কারণে হাসপাতালের ২৫০ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতির ডাক দিয়েছে।
অন্যদিকে সূত্রের খবর হাসপাতালের পার্কিংয়ে লটে ঝুলন্ত অবস্থায় ২৮ বছর বয়সী এক তরুণী মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ২৮ বছর বয়সী ওই তরুণী আত্মহত্যা করেন। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য রোগে ভুগছিলেন ওই তরুণী। স্বামীর মৃত্যু পর থেকে হাতাশ হয়ে পড়েছিলেন তিনি। বোনের সঙ্গে ওসমানিয়া জেনারেল হাসপাতালে অনেকদিন ধরেই চিকিৎসার জন্য আসছিলেন তিনি। পাশাপাশি এটা আত্মহত্যা না হত্যা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
2017-10-06