কোয়েতা, ৬ অক্টোবর (হি.স.) : দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত্যু হল ১৮ জনের। জখম কমপক্ষে ২৭। জানা গিয়েছে, বৃহস্পতিবার পীর রাখেল শাহ নামে ওই দরগায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দরগার বাইরে বিস্ফোরণটি ঘটে। এর আগে ২০০৫ সালেও এই দরগায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল।
প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আকবর হারিফল জানিয়েছেন, “দরগার বাইরে যেসব পুলিশকর্মী পাহারায় ছিলেন তাঁরা ওই হামলাকারীকে আটকাতেই ও নিজেকে বোমায় উড়িয়ে ফেলে। বিস্ফোরণে তিন শিশু সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৭। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।” তিনি আরও জানান, বালোচিস্তানের এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা তেমন না থাকায় গুরুতর জখমদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ সিন্ধ প্রদেশে।
2017-10-06