পাঁচকুলা, ৬ অক্টোবর (হি.স.) : গত ২৫ শে আগস্ট পাঁচকুলাসহ হরিয়ানার একাধিক জায়গায় হিংসার ছড়ানোর জন্যে ডেরা সচ্চা সৌধার ম্যানেজমেন্ট কমিটির ৪৫ জন সদস্যকে আইনি নোটিশ পাঠাল হরিয়ানা পুলিশ। উল্লেখ্য গত ২৫ শে আগস্টের হিংসায় ৪১ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছিলেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়ন করা হয়েছিল সেনাবাহিনী। পাশাপাশি শুক্রবার হরিয়ানা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডেরার আয় উৎস সংক্রান্ত হার্ড ডিস্ক উদ্ধার করেছে তারা।
অন্যদিকে গত বুধবার পাঞ্জাব থেকে গুরমিত রাম রহিমের কন্যা হানিপ্রীতকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। অন্যদিকে গত মাসে ডেরা সচ্চা সৌধার ৮০০ একরের প্রধান কার্যালয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছিল হরিয়ানা ও পাঞ্জাব পুলিশের যৌথবাহিনী। প্লাস্টিকের কয়েন, বিস্ফোরক সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছিল।
2017-10-06