বিধানসভা নির্বাচনে মহাজোটের পথে এগুচ্ছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ ১৮’র নির্বাচনে জীবন-মবণ লড়াই হিসাবে গ্রহন করে বাম ও বিজিপি ছাড়া আঞ্চলিক দলগুলিকে নিয়ে মহাজোট করবে প্রদেশ কংগ্রেস৷ কংগ্রেস, তৃণমূল, এন সি টি এবং আইপিএফটি রাজেশ্বর দেববর্মা গোষ্ঠী নিয়ে এই মহাজোট হচ্ছে বলে এআইসিসি সূত্রে খবর৷ জোট এবং শরিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি সহ সম্পর্ক মসৃনের দায়িত্ব দেওয়া হয়েছে এআইসিসি থেকে কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়কে৷ বিজেপি রোখ এবং বামফ্রন্ট হঠাও হবে ১৮’র কংগ্রেসের মূল নির্বাচনী মন্ত্র৷ জানা গিয়েছে, নভেম্বর মাসের মাঝামাঝিতে সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে রাজ্যে আসবেন৷ জোট বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা, আসন বন্টন সহ নির্বাচনী ইস্তেহার স্থির করা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ বিধায়ক গোপাল রায় সহ প্রদেশ নেতৃত্বরা অক্টোবর মাঝামাঝি দিল্লীতে চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন৷ ২৫ বছরের বামফ্রন্ট  শাসন মুক্ত এবং নতুন করে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠা বিজেপি দলকে রুখতে সকল ব্যবস্থা গ্রহণে কংগ্রেস হাইকমান্ড ঝাপাবে বলে খবর৷ ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধার করে শাসক দল ও রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দলের দাবীদার বিজেপি’র বিরুদ্ধে ভোটে লড়াই করার আত্মবিশ্বাসপ্রদেশ কংগ্রেস নেতাদের ইতিবাচক সাড়া ফেলবে কি? হাজারো প্রশ্ণ গুড়পাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷ এসব প্রশ্ণের জবাব দেবে সময়ই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *