নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ ত্রিপুরার হিন্দুধর্মাবলম্বী পরিবার খুব কম আছে, যেখানে কোজাগরী লক্ষ্মী পুজা হয়ন৷ নানা ধরনের উপাদেয় উপকরণ দিয়ে সাজানো হয় দেবীর ভোগ৷ হিন্দু মান্যতা অনুযায়ী ধন, ঐশ্বর্য এবং দেবী লক্ষ্মী৷ তিনি একাধারে দুর্গার বড় কন্যা আবার জগতের পালনকর্তা নারায়নের ভার্ষা৷ পঞ্জিকা মতে আগামীকাল বৃহস্পতিবার হবে পূজা৷ যদিও আজ রাতেই পূর্ণিমা তিথির সূচনা হয়ে যাচ্ছে৷ কোজাগরী লক্ষ্মী পূজা বলার পেছনে কারণ হিসাবে বলাহয় দেবী মরতে এসে জিজ্ঞাসা করেন, কে জগ আছ৷ আর যে রাত জেগে থেকে দেবীর রাতভর বন্দনা করণ তিনি তার ইচ্ছা পূরণ করেন৷ তাই লক্ষ্মী পূজা ভক্তদের কাচে কোজাগরী লক্ষ্মী পুজা নামে প্রসিদ্ধ৷ রাজ্যের প্রতিটি বাজারে আজ ক্রেতা বিক্রেতাদের উপচে পরা ভীর৷ বিভিন্ন মূল্যের দেবী প্রতিমার ছড়াছড়ি বাজারে৷ পূজার সামগ্রী কোন অভাব নেই৷ তবে গতবছরের তুলনায় এবারের সামগ্রীর মূল্য ৫০ গুণ বেশী বলে ক্রেতা বিক্রেতাদের অভিমত৷
2017-10-05