নিখোঁজ যান চালকের সন্ধান দিতে ডিজিপি’র দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ মেলারমাঠের ইশারাতে আরক্ষা প্রশাসন জীবন দেবনাথ নিখোঁজ সংক্রান্ত মামলার তদন্ত করছে বলে অভিযোগ করেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ ১৫ দিন ধরে খুমুলুঙ থেকে নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথ৷ মেকী শ্রমিক দরদী মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বরাষ্ট্র দপ্তর পরিচালনায় ব্যর্থ বলেও তোপ দেগেছেন তিনি৷ বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশককে জীবন দেবনাথ নিখোঁজ সংক্রান্ত বিষয়ে চরম সময়সীমা বেধে দিয়ে রাস্তায় নেমে আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন শ্রীদেব৷ যান চালককে খঁুজে বের করা, বিজেপি দলীয় কার্যালয়ে ক্রমান্বয়ে হামলা বন্ধে শাসক দলীয় দুর্বৃত্তদের গ্রেপ্তার সহ সমত থানাগুলিকে দলীয়করণ বন্ধ করার দাবী জানিয়ে বিপ্লব দেবের  নেতৃত্বে প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন৷ শ্রমিক স্বার্থ, অর্জিত অধিকার রক্ষার দাবীদার সিট্যু নেতারা নিখোঁজ যান চালক জীবন দেবনাথ কান্ডে নীরব কেন, প্রশ্ণ তুলেছেন  বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিজেপিও সোচ্চার হবে বলে কড়া বার্তা দিয়েছেন ডিজিপিকে৷ প্রতিনিধি দলে ছিলেন বিজেপির প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক, মহিলা মোর্চার কল্যানী রায়, মুখপাত্র অরুন ভৌমিক, বিধায়ক আশীষ কুমার সাহা প্রমুখ৷ প্রসঙ্গত, খুমুলুঙ থেকে নিখোঁজ হয়ে যায় গাড়ি চালক জীবন দেবনাথ৷ তিনি সেখানে বহিঃরাজ্যের এক সাংবাদিককে নিয়ে গিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *