তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (হি.স.) : রাজনৈতিক হিংসার প্রসঙ্গে কেরলের সিপিএম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার কেরলের বিজেপির ‘জনরক্ষা যাত্রায়’ অংশগ্রহণ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানান এই পদযাত্রার মাধ্যমে কেরলের রাজ্য সরকারকে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । কিন্তু রাজনৈতিক হিংসায় হত্যাকান্ড হয়েই চলেছে কেরলে।
বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছিল কেরলের রাজনৈতিক হিংসায় ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত ১২০ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য বর্তমানে কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হত্যাকান্ড ঘটনোর প্রতিবাদে মঙ্গলবার ‘জনরক্ষা যাত্রার’ উদ্বোধন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজনৈতিক হিংসায় রাজ্যের বিজেপি কর্মীদের মৃত্যুর জন্য তিনি মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকেই দায়ী করেছিলেন অমিত শাহ। পাশাপাশি কেরলের বাম জমানার অবসানের মাধ্যমে রাজনৈতিক হিংসার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন অমিত শাহ।
2017-10-04