রাজ্য বিধানসভার ভোটের দিনক্ষণ এগিয়ে আনার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷  রাজ্য বিধানসভার ভোটের দিন ক্ষণ এগিয়ে আনা হতে পারে৷ যদিও এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আজ রাজ্য নির্বাচন দফতরের এক আধিকারিক জানিয়েছে, প্রাক-নির্বাচনী যাবতীয় কর্মপ্রক্রিয়ার গতি আনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব রয়েছে নির্বাচন এগিয়ে আনার৷ যদিও এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি একনও৷ সূত্রটি জানিয়েছে, ২০১৮ এর ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচন করাতেই হবে৷ অন্যথায় সাংবাদিক সংকট তৈরি হবে৷ এই অবস্থায় নির্বাচন এগিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে করিয়ে নেবার প্রস্তাব রয়েছে নির্বাচন কমিশনের কাছে৷ তবে জানা গেছে, সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে৷ আবার রাজ্যসরকারও এই প্রস্তাব করতে পারে৷ রাজ্যের উদ্ভূত রাজনৈতিক এবং আইনশূঙ্খলা পরিস্থিতির বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷