বিএইচইউর নতুন উপাচার্য হলেন নীরজ ত্রিপাঠী

বারাণসী, ৪ অক্টোবর (হি.স.) : বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ

নীরজ ত্রিপাঠী

করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার নীরজ ত্রিপাঠী। আগামী দুই মাসের জন্য তাকে উপাচার্যের পদে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, গিরিশচন্দ্র ত্রিপাঠীর অনির্দিষ্টকালীন ছুটির আবেদন কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে। অন্যদিকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে উপাচার্যের অনপস্থিতিতে তার দায়িত্বভার সামলাবেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর। কিন্তু রেক্টর যদি না থাকেন তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারারকেই উপাচার্যের দায়িত্বভার সামলাতে হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার নীরজ ত্রিপাঠীকে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত মাসে ছাত্রীর শ্লীলতাহানির বিচারের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিএইচইউ ক্যাম্পাস। পড়ুয়াদের উপর পুলিশের লাঠি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে বিএইচইউ ক্যাম্পাস। গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। পরিস্থিতি মোকাবিলায় অসফলতার জন্য তৎকালীন বিএইচইউ উপাচার্যের উপর বিরক্তি প্রকাশ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। অবসরগ্রহণের দুইমাস আগে অনির্দিষ্টকালীন ছুটি নেওয়ার জন্য পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা গিরিশচন্দ্র ত্রিপাঠীর উপর। ইতিমধ্যে নতুন উপাচার্যের পদে আবেদনের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।