মথুরা, ৪ অক্টোবর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| বুধবার সকালে উত্তর প্রদেশের মথুরায় আছনেরা-মথুরা রেল রুটে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় কাসগঞ্জ-আছনেরা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে|
উল্লেখ্য, বিগত দু’মাসে বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় রেল| অধিকাংশই লাইনচ্যুত হওয়ার ঘটনা| গত ২৭ সেপ্টেম্বর ওডিশার কটকে, নেরগুন্ডি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির অন্তত ১৬টি বগি| ওই রেল দুর্ঘটনায় কেউ হতাহত হননি| তার আগে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর উত্তর প্রদেশের সিতাপুর জেলায় ঠিক একই জায়গায় লাইনচ্যুত হয় দু’টি ট্রেন| বারবার রেল দুর্ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন রেলের আধিকারিকরা|
2017-10-04