দক্ষিণাঞ্চলীয় তুর্কিতে বোমা বিস্ফোরণ, মৃত তিন জন শ্রমিক

দিয়ারবাকির (তুর্কি), ৪ অক্টোবর (হি.স.): দক্ষিণাঞ্চলীয় তুর্কিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন তিন জন সৈনিক| জখম হয়েছেন আরও ৫ জন| বুধবার প্রশাসন সূত্রের খবর, দক্ষিণাঞ্চলীয় তুর্কিতে ইরানের সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের ইউকসেকোভা জেলায় হামলা চালায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) জঙ্গিরা| বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন জন সৈনিক| জখম অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) জঙ্গিরা|