বারাণসী, ৪ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশে বারাণসীর গঙ্গা ঘাটে ড্রোন উড়ানোর জন্য এক চিনা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বারাণসীর রাজেন্দ্রপ্রসাদ ঘাটে গঙ্গা আরতি চলার সময় এক চিনা দম্পতি ড্রোন উড়ায়। বারবার পুলিশের পক্ষ থেকে মাইকে নিষেধ করার সত্ত্বেও চিনা দম্পতি কর্ণপাত না করে ড্রোন উড়ায়। পরে পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে। পুলিশ ছাড়াও গোয়েন্দা শাখার আধিকারিকরাও তাদের জেরা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ড্রোনের মধ্যে হাই-ডেফিনেশন ক্যামেরা ছিল। চিনা দম্পতির দাবি, তারা আরতির ছবি তোলার জন্য ওই ড্রোন আকাশে উড়িয়ে ছিল। তাদের পাসপোর্টও পরীক্ষা করে দেখেন তদন্তকারী আধিকারিকরা। তাদের কাছ থেকে কোনও সন্দেহজনক জিনিস না পেয়ে পড়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
2017-10-04