লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৫৯, আহত অন্তত ৫২৭

লাস ভেগাস, ৩ অক্টোবর (হি.স.): আমেরিকার লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯| বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৫২৭ জন| স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১০টা নাগাদ একটি মিউজিক কনসার্ট চলাকালীন পাশের রিসর্টের ৩২ তলায় লুকিয়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে আততায়ী| ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের| অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান| আতঙ্কে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৫২৭ জন|
আততায়ী স্টিফেন প্যাডক আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের| কারণ, রিসর্টের ৩২ তলায়র ঘরে ঢুকে প্যাডকের মৃতদেহ দেখতে পেরেছে পুলিশ| তাছাড়া মেসকুইট এবং নেভাদাতে বন্দুকবাজের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, তাজা কার্তুজ ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *