হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি.স.): প্রবল বর্ষণে বিপর্যস্ত `সিটি অফ পার্লস’ হায়দরাবাদ| প্রবল বর্ষণের জেরে হায়দরাবাদে দু’টি পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের| মৃতদের মধ্যে রয়েছে ৮ মাসের একটি শিশু| সোমবার থেকে একনাগাড়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে হায়দরাবাদে| লাগাতার বর্ষণে জনজীবন বিপর্যস্ত| পরিস্থিতি এতটাই খারাপ যে মঙ্গলবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রবল বর্ষণের জেরে দেওয়াল ভেঙে ৮ মাসের শিশু এবং ওই শিশুর বাবার মৃত্যু হয়েছে| অন্য একটি ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে|
বানজারা হিলস পুলিশ স্টেশনের এসএইচও জানিয়েছেন, ৮ মাসের শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা| প্রবল বর্ষণের তাণ্ডবে দেওয়াল ভেঙে পড়লে মৃত্যু হয় ইয়াদুল ও তাঁর ৮ মাসের সন্তানের| অন্য একটি ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের| পুলিশ সূত্রের খবর, প্রবল বৃষ্টির মধ্যেই ঠেলাগাড়িতে হাত দেওয়ায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের| এখানেই শেষ নয়, প্রবল বর্ষণে হায়দরাবাদের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে| জল জমেছে হাসান নগর, শাকিপেত নালা, তাজ আইল্যান্ড, বিকানেরওয়ালা সুইটস প্রভৃতি জায়গায়| এছাড়াও ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিং কলেজে বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে| মিনিস্টার রোডেও তিনটি গাছ উপড়ে গিয়েছে|
2017-10-03