নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ হাওড়া নদীতে সপ্তমীর পূজোর আগে স্নান করতে গিয়ে তলিয় যাওয়া গৃহবধূর দেহ ভেসে উঠল সীমান্তের ওপারে বাংলাদেশে৷ দেহ জল থেকে উদ্ধারের জন্য ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বাংলাদেশে বর্ডার গার্ড র মধ্যে আলোচনা হয়৷ গৃহবধূ নিয়তী সাহা (৪৫) কে উদ্ধারের বিস্তর চেষ্টা হলেও কোন সাফল্য আসেনি৷ বেলা ১১ টা নাগাদ খবর আসে বাংলাদেশের প্রান্তে হাওড়া নদীতে দেহ ভাসে উঠেছে৷ রাজধানী আগরতলায় জয়নগরের দশমী ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় এই মহিলা পার্শ্ববর্তী দূর্গাপুজা মণ্ডপে পুজার আয়োজনে যাবার আগে সকালে নদীতে স্নান করতে যান৷ কিন্তু এই গৃহবধূ আর নদী থেকে উঠতে পারেননি৷ প্রথমে বিষয়েটি কারও গোচরেই আসেনি৷ দীর্ঘক্ষণ ধরে মণ্ডপে না আসায় সকলের সন্দেহ হয় এবং এই গৃহবধূ নদীতে নামার প্রমাণ পাওয়া যায়৷ আর স্নানের পর ব্যবহারের সামগ্রীও নদী ঘাটেই পাওয়া যায়৷ এরপর প্রথমে এলাকার যুবকরা মহিলাকে উদ্ধারের জন্য জোর তল্লাশি শুরু করে৷ পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ উদ্ধার কাজে হাত বাড়ায় দুর্র্যেগ মোকাবিলা গোষ্ঠীর জওয়ানরাও৷ রাতভর চেষ্টা চলে দেহ উদ্ধার জন্য৷ কিন্তু দেহ উদ্ধার করা সম্ভব হয়নি৷ এদিন বেলা ১১টা নাগাদ খবর আসে বাংলাদেশের প্রান্তে হাওড়া নদীতে দেহ ভেসে উঠেছে৷ সে অনুযায়ী বি এস এফ কে খবর দেওয়া হয়৷ বিএসএফ বাংলাদেশের সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত বিজিবির আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে৷ বিজিবিও দ্রুত ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফকে বিস্তারিত জানায়৷ এর পরেই দেহ নদী থেকে তুলে আনা ও দেহ হস্তান্তরের জন্য বৈঠক শুরু হয়৷ বৈঠক শেষে মৃতদেহ বিজিপি বিএসএফের হাতে তুলে দেয় বলে খবর৷
2017-10-02