দামাস্কাস, ১ অক্টোবর (হি.স.) : সিরিয়ায় আকাশপথে বোমাবর্ষণের ফলে ২৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার জঙ্গিদের লক্ষ্য করে তুরস্ক সীমান্তের কাছে ইদলিব অঞ্চলের আরমানাজ় শহরে আকাশপথে হামলা চালানো হয়। এখবর জানিয়েছে সিরিয়ান অবজ়ারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজ়ারভেটরির দাবি, এখনও ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন। প্রথমবার হামলার পর হতাহতদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফার হামলা চালানো হয়। অপর একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত শহরে বিভিন্ন হামলায় ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। তবে সিরিয় ও রুশ সামরিক বাহিনীর দাবি, তারা শুধু বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা চালায়। কোনও সাধারণ নাগরিকের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে তারা। তবে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, এলাকার আবাসন ব্লকগুলি গোলাবর্ষণের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলাটি কে বা কারা চালিয়েছে, তা জানা যায়নি।
2017-10-01