মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেক পোস্ট খুলল ভারত

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স) : মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করার লক্ষ্যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর দুটি চেক পোস্ট খুলল দিল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারিতে বলা হয়েছে, মিজোরাম রাজ্যের মায়ানমার সংলগ্ন লনগটলাই জেলার জরীনপুই চেক পোস্টটি খোলার নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে পৃথক আর একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মিজোরামের রাজ্যের বাংলাদেশ সংলগ্ন লাঙ্গলি জেলের কৌরপইচুহুা চেক পোস্টটি খোলার নির্দেশ জারি করা হয়েছে।

এই দুই চেক পোস্টের মাধ্যমে বৈধ অভিবাসনসহ বাণিজ্যিক আদান প্রাদান হবে বলে জানা গিয়েছে। জরীপুরে চেক পোস্টে নতুন শুল্ক দফতরও চালু করা হয়েছে। উল্লেখ্য মায়ানমারের সিটউই বন্দর থেকে মাত্র ২৮৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জরীনপুর চেক পোস্ট। তাই আগামীদিনে মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর সুদৃঢ় হবে বলে জানা গিয়েছে।