ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): রবিবার ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। গত ৩১ জুলাই পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, প্রত্যেক মাসে ৪টাকা করে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হবে যাতে আগামী বছরের মার্চ মাসের মধ্যে ভর্তুকি বাদ দেওয়া সম্ভব হয়। এরপর ১ অগাস্ট ২.৩১টাকা দাম বাড়ে। মন্ত্রীর এই ঘোষণার পর সিলিন্ডার পিছু ৬৯.৫০ টাকা করে দাম বেড়েছে।

সিলিন্ডার প্রতি ১টাকা ৫০ পয়সা করে বাড়ানো হল গ্যাসের দাম| এই নিয়ে পরপর তিনবার বাড়ল বিমানের জ্বালানির দাম। অন্যদিকে, চলতি মাসেই গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ৭টাকা করে। ফলে, আগে যেখানে দিল্লিতে ৪৮৭.১৮ টাকায় গ্যাস পাওয়া যেত, সেই জায়গায় ৪৮৮.১৮ টাকায় পাওয়া যাবে ১৪.২ কেজির সিলিন্ডার। পাশাপাশি, রবিবার ৬ শতাংশ বেড়েছে জেট ফুয়েলের দামও। অর্থাৎ, কিলোলিটার প্রতি দাম বেড়েছে ৩,০২৫ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গত এক বছরে তিন কোটি মহিলাকে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। বর্তমানে প্রত্যেক পরিবার ১২টি ভর্তুকিযুক্ত গ্যাস পায়। প্রত্যেক মাসে নতুন দাম নির্ধারণ হয় গ্যাস ও জেট ফুয়েলের। এখনও পর্যন্ত ১৮.১১ কোটি গ্রাহক ভর্তুকিযুক্ত গ্যাস নেন।