ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করছে, পাকিস্তান সন্ত্রাসবাদিদের জন্ম দিচ্ছে, রাষ্ট্রপুঞ্জে উষ্মা প্রকাশ সুষমার

নয়াদিল্লী, ২৩ সেপ্ঢেম্বর৷৷ গরিবির বিরুদ্ধে লড়ছে ভারত৷ কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয়, প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান আমাদের বিরুদ্ধে লড়াই করছে৷ ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করছে৷ কিন্তু, পাকিস্তান সন্ত্রাসবাদিদের জন্ম দিচ্ছে৷ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে এই ভাবেই পাকিস্তানকে ব্যঙ্গ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে নানাভাবে সমালোচনায় বিদ্ধ করে থাকে ভারত৷ রাষ্ট্রপুঞ্জে আবারও সুযোগ পেয়ে পাকিস্তানকে কটাক্ষ করতে ছাড়েননি বিদেশ মন্ত্রী৷ গতকাল পাকিস্তান এখন টেরোরিস্তানে পরিণত হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তীব্র ভাষায় কটাক্ষ করেছিল ভারত৷ আজ ফের ভাষণে বিদেশ মন্ত্রী নানা ইস্যুতে পাকিস্তানকে সমালোচনায় বিদ্ধ করেছেন৷ বিদেশ মন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র৷ প্রায় একই সময়ে স্বাধীন হয়েছে৷ অথচ, স্বাধীনতার ৭০ বছর বাদে ভারত সারাবিশ্বে উচ্চপ্রযুক্তির মহাশক্তি হিসাবে আত্ম প্রকাশ করেছে৷ সুষমা স্বরাজ বলেন, ভারত গরীবির বিরুদ্ধে ক্রমাগত লড়াই জারি রেখেছে৷ কিন্তু, পরিতাপের বিষয় হল, প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান ভারতের বিরুদ্ধে ক্রমাগত লড়াই জারি রেখেছে৷ ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করে চলেছে৷ সেই জায়গায় পাকিস্তান শুধুই সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে৷ সুষমা স্বরাজ বলেন, ভারত আইআইটি, আইআইএম, এইমস এবং ইসরো তৈরি করছে৷ কিন্তু, পাকিস্তান লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদিন তৈরি করছে৷ তাঁর কটাক্ষ, পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য যে অর্থ খরচ করছে, সেটা যদি উন্নয়নের ক্ষেত্রে খরচ করত, তাহলে বিশ্ব আজ অনেক উন্নত ও নিরাপদ হত৷ বিদেশ মন্ত্রী বলেন, সারাবিশ্ব এখন সন্ত্রাসবাদের মোকাবিলায় এক মঞ্চে একত্রিত হয়েছে৷ কিন্তু, পাকিস্তানের অবস্থান এর বিপরীতে রয়েছে৷
এদিন বিদেশ মন্ত্রী বিষ্ময় প্রকাশ করে বলেন, সারাবিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই জারি রাখবে যদিনা শত্রু কারা চিহ্ণিত করা সম্ভব হয়৷ যদি, রাষ্টপূঞ্জের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদিদের চিহ্ণিত করার ক্ষেত্রে প্রতিজ্ঞা বদ্ধ না হয়, তাহলে লড়াই জারি রাখা কিভাবে সম্ভব, প্রশ্ণ তুলেন সুষমা স্বরাজ৷
বিদেশ মন্ত্রী বলেন, পাকিস্তানের তৈরি জঙ্গি গোষ্ঠিগুলি শুধু ভারতেই নয়, আফগানিস্তান ও বাংলাদেশেও হামলা চালাচ্ছে৷ পাক প্রধানমন্ত্রী সাহিদ থাকান আববাসি বক্তব্য উল্লেখ করে ভারতের বিদেশ মন্ত্রী বলেন, পাকিস্তানের নেতা ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে অত্যাধিক সময় নষ্ট করেছেন৷ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের মঞ্চে বিদেশ মন্ত্রী আবেদন রাখেন সন্ত্রাসবাদিদের অর্থ সাহায্য, আগ্ণেয়াস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ এবং রাজনৈতিক সহযোগিতা সু-শৃঙ্খল পদ্ধতিতে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত৷