শোক মিছিল করে সাংবাদিক শান্তনুকে অশ্রু সজল নয়নে জানানো হল চিরবিদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ অশ্রু সজল নয়নে বিদায় জানানো হল রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে৷ অকালে তাঁর চলে যাওয়াটা মেনে নেওয়া সহজ ছিলনা, তা সাংবাদিক থেকে শুরু করে সকল স্তরের মানুষের চোখেমুখে সেই বেদনা ফুঁটে উঠেছে৷ বুধবার নৃশংসভাবে খুন হয়েছিলেন শান্তনু ভৌমিক৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
আজ সকালে জিবি হাসপাতাল থেকে শোক মিছিল করে প্রথমে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মস্থলে৷ সেখানে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, বিধায়ক রতন দাস, প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ সহকর্মীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান৷ সেখান থেকে বিশাল মিছিল করে তাঁর মহদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়৷ সেখানে বরিষ্ট সাংবাদিকদের পাশাপাশি প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার অগণিত সাংবাদিক অসাংবাদিকরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান৷ শুরু থেকেই ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংসৃকতি দপ্তরের প্রধান সচিব এম এল দে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ সেখান থেকে মিছিল করে তাঁর মহদেহ জিরানিয়া নিজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়৷ পায়ে হেঁটে মিছিলের একটা অংশ মহিলা কলেজ পর্যন্ত যায়৷ সেখান থেকে বিশাল বাইক র্যালি জিরানিয়ার উদ্দেশ্যে রওনা দেয়৷ প্রায় দুইশতাধিক বাইক র্যালি এদিন তাঁর মরদেহ নিয়ে জিরানিয়াতে যায়৷ জিরানিয়ার কলেজ চৌমুহনিতে তাঁর একটি সুকল রয়েছে৷ কচিকাঁচারা সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়৷ এরপর মিছিলটি জিরানিয়া ব্লক চৌমুহনিতে গিয়ে পৌঁছালে সেখানে আগে থেকেই প্রচুর মানুষ দাঁড়ানো ছিলেন৷ ফুল মালা দিয়ে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়৷ বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে কর্মীরাও তাঁকে শ্রদ্ধা জানান৷ শোক মিছিলটি কলেজ চৌমুহনিতে রেডিয়েন্ট ক্লাবের সামনে গেলে সেখানেও প্রচুর লোক ফুল মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান৷ শেষে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ কান্নার আওয়াজে চারিদিকের পরিবেশ ভারাক্রান্ত হয়েউঠে৷ এলাকাবাসী সকলেই তাঁর বাড়ির সামনে জড়ো হন৷ সন্ধ্যা নাগাদ তাঁর একমাত্র বোন গ্যাংটক থেকে বাড়িতে ফেরার পর শেষকৃত্যের আয়োজন শুরু করা হয়৷ জিরানিয়ার কলেজ চৌমুহনিতে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
সাংবাদিক শান্তনু ভৌমিকের মৃত্যুতে শুক্রবার বিকেল ৫টায় আগরতলা প্রেস ক্লাব মৌন মিছিলের আয়োজন করবে৷ একই সাথে ত্রিপুরা ওয়ার্কিং জার্র্নলিস্ট এসোসিয়েশনও বিকেল পাঁচটায় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করবে৷
এক প্রেস বিবৃতিতে আগরতলা প্রেস ক্লাব জানিয়েছে, তরুণ চিত্র-সাংবাদিক ‘দিন-রাত’ ক্যাবল নিউজ চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক ২০ সেপ্ঢেম্বর, বুধবার দুপুরে, মান্দাইয়ে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইপিএফটি’র কিছু দুষৃকতকারীদের বর্বরোচিত ও নৃশংস আক্রমণে ঘটনাস্থলেই খুন হন৷ কর্মরত সাংবাদিককে এই নৃশংস খুনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব৷ কর্মরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের ওপর ও ধরণের নৃশংস হামলা ও খুনের দুঃখজণক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক নজর দেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব৷
নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিকে শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানাতে, আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে আগামীকাল বিকেল ৫টায়, এক মৌণ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে৷ ক্লাবের সকল সদস্য-সদস্যা, প্রিন্ট ও ইলেকট্রণিক্স মিডিয়ার সাংবাদিক চিত্র-সাংবাদিক, সংবাদপত্র কর্মী, পত্রিকা-হকার এবং শোকাতুর প্রত্যেককে এতে উপস্তিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে৷
এক প্রেস বিবৃতিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্র্নলিস্ট এসোসিয়েশন জানিয়েছে, সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের প্রতিবাদে আগামীকাল ২২ সেপ্ঢেম্বর, শুক্রবার একটি প্রতিবাদ মিছিল করবে ত্রিপুরা ওয়ার্কিং জার্র্নলিস্টস্ এসোসিয়েশন৷ বিকেল পাঁচটা নাগাদ মিছিলটি শুরু হবে আগরতলা প্রেসক্লাব থেকে৷ এরপর উজ্জয়ন্ত চক হয়ে শেষ হবে প্রেসক্লাব৷ তরুন সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও রাজ্যের সর্বত্র কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে৷ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা ওয়ার্কিং জার্র্নলিস্টস্ এসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যাবৃন্দ, শহরের সকল অংশের বুদ্ধিজীবী তথা সচেতন অংশের নাগরিক, সূধী সমাজ, সংগঠন এবং রাজনৈতিক দল, মত নির্বিশেষে সকল অংশের মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে৷