অবসাদে ভুগছেন অখিলেশ, দাবি ইউপির উপ-মুখ্যমন্ত্রীর

লখনউ, ২২ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে চলতে থাকা রাজনৈতিক তরজা অব্যাহত। শুক্রবার উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে রাজ্যের চলতি রাজনৈতিক তরজা নতুন মাত্রা যোগ করেছে। রাজ্যে উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেন সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব অবসাদে ভুগছেন।
উল্লেখ্য এর আগে ডেরা সচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিমের সঙ্গে একাধিক বিজেপি নেতার সম্পর্ক থাকার জন্য রাজ্যের বর্তমান শাসক দলকে কটাক্ষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য অখিলেশের এই অভিযোগকে খন্ডন করে দিয়ে জানান গত ছয় মাসে রাজ্যের সমস্ত স্তরে উন্নয়ন ধারা বইছে। সমাজবাদী পার্টির ভিআইপি সংস্কৃতিকে কটাক্ষ করে রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী বলেন যোগীরাজে বিগত ৬ মাসে ভিআইপি সংস্কৃতি নির্মূল হয়ে গিয়েছে উত্তর প্রদেশ থেকে।