ভারতে অাশ্রয় চাইছে রোহিঙ্গা হিন্দুরা

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আর সেই শরণার্থীদের ভিড়ে আশ্রয় পাচ্ছেন না রোহিঙ্গা হিন্দুরা। তাই ভারতে এসে তারা আশ্রয় খুঁজতে চাইছে বলে জানা গিয়েছে। আপাতত বাংলাদেশের দক্ষিণ-পূর্বে আশ্রয় নিয়ে তারা। সেখান থেকে মাইল দুয়েক দূরেই রয়েছে ৪ লক্ষ ২১,০০০ রোহিঙ্গা মুসলিম।
হিন্দু রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে ভয় পাচ্ছেন, কারণ সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। আবার মুসলিম দেশ বাংলাদেশে তারা কতটা নিরাপদ সেটাও বুঝতে পারছে না। আবার অন্যদিকে, হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চানদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিচ্ছে ভারত।
এক হিন্দু শরণার্থী নিরঞ্জন রুদ্র বলেছেন, ‘ভারতের আর এক নাম হিন্দুস্তান, অর্থাৎ হিন্দুদের দেশ। ‘ তিনি মনে করেন, ভারতে অনেক নিরাপদ থাকতে পারবেন তাঁরা। যদিও হিন্দু শরণার্থীদের জন্য মোদী সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোহিঙ্গাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তার জন্য সরকার সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে বলে সূত্রের খবর। তবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অচিন্ত্য বিশ্বাসের দাবি, সরকারের হিন্দু শরণার্থীদের ভারতে প্রবেশ করতে দেওয়া উচিৎ। শরণার্থীদের চাহিদা নিয়ে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবে আরএসএস ও ভিএইচপি।