নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ সেপ্ঢেম্বর৷৷ একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা তেলিয়ামুড়া শহরে৷ প্রথম ঘটনা ঘটে আজ সকাল নয়টায় তেলিয়ামুড়া থানাধীন কড়ইলং চৌমুহনীতে ও দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে চাকমাঘাটের মহারানীপুর এলাকায়৷ জানা যায় তেলিয়ামুড়া থানায় কর্মরত কনস্টেবল দিলিপ দাস কর্তব্যরত অবস্থায় সকালে সানস্ট্রোকে মারা যান৷ তাঁকে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় তার বাড়ী তেলিয়ামুড়া মোহড়ছড়া এলাকায়৷
অপরদিকে মহারানীপুর থেকে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর আসে যে একব্যক্তি রাস্তার পাশে একান্ত অচৈতন্য অবস্থায় পরে রয়েছে৷ দমকল বাহিনী তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তখন কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত বলে ঘোষণা করে৷ জানা যায় এই ব্যক্তির নাম গোপাল চক্রবর্তী, বয়স (৪২)৷ আজ বিকাল চার ঘটিকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালের৷ তার বাড়ী মহারানীপুর এর কালীবাড়ী সংলগ্ণ এলাকায়৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ তিনি পেশায় চালক৷
2017-09-19