জেএনইউ ছাত্র সংসদ নিজেদের দখলে ধরে রাখল বাম ছাত্র সংগঠনগুলি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স) বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে পরাজিত করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখল ধরে রাখতে সক্ষম হল বাম ছাত্র সংগঠনগুলি। ছাত্র সংসদ নির্বাচনে চারটি আসনেই আইসা, এসএফআই ও ডিএসএফের স্ংযুক্ত জোট প্রার্থীরা জয় লাভ করেছেন। নির্বাচনে তৃতীয় স্থান দখল করেছে বিরষা আ ম্বেডকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
জেএনইউ ছাত্র স্ংসদ নির্বাচনে সভাপতি পদে ৪৬৪ ভোটে জয়লাভ করেছেন বাম প্রার্থী গীতা কুমারী। তিনি বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী নিধি ত্রিপাঠিকে হারিয়েছেন। ৪৬৪ ভোটের ব্যবধানে তিনি সভাপতি পদে জয়লাভ করতে সক্ষম হন। গীতা কুমারী পেয়েছেন ১৫০৬ ভোট অন্যদিকে নিধি ত্রিপাঠি পেয়েছেন ১০৪২ ভোট।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন বামপ্রার্থী সিমোনে জোয়া খান। তিনি তার নিকটবর্তী বিরোধী প্রার্থী দুর্গেশ কুমারকে হারিয়েছেন। সিমোনে পেয়েছেন ৪৬২০ ভোট। অন্যদিকে দুর্গেশ কুমার পেয়েছেন ১৮৭৬ ভোট। ছাত্র সংসদের প্যানেল আধিকারিক আসনেও জয়লাভ করেছেন বাম জোট প্রার্থী শাবানা আলি। তিনি পেয়েছেন ৯৩৫ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বাম ছাত্রসংগঠনগুলির জয়জয়কার। বাম প্রার্থী দুগিরালা শ্রীকৃষা পেয়েছেন ২০৮২ ভোট। তিনি তার নিকটতম বিরোধী প্রার্থী নিকুঞ্জ মাখওয়ানা কে হারিয়েছেন। নিকুঞ্জ পেয়েছেন ৯৭৫ টি ভোট। অন্যদিকে যুগ্ম সচিব পদেও দখল করেছেন বাম ছাত্রসংগঠনের জোট।
জয়লাভের পরে বাম ছাত্রসংগঠনের পক্ষ থেকে গীতা কুমারী জানিয়েছেন এই ফলাফলে কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। কারণ, মানুষ এখনও বিশ্বাস করেন যে, গণতান্ত্রিক পরিসর রক্ষা করতে হবে। তা রক্ষা করতে এই মুহুর্তে প্রতিরোধ গড়ে তুলেছেন পড়ুয়ারাই। অন্যদিকে আর এক জয়ী বামপ্রার্থী দুগ্গারিলা বলেছেন, জেএনইউ আরও বেশি গণতান্ত্রিক হয়ে উঠেছে। এবিভিপি-র আগ্রাসী নীতির বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ও ভিন্ন মত প্রকাশের সংস্কৃতি রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিব জঙ্গের নিখোঁজ হওয়ার ঘটনার পাশাপাশি আসন ছাঁটাই, নতুন হোস্টেল সহ অন্যান্য বিষয় নিয়ে সরব হবেন তারা।