নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক যুবতী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের কাছে চান্দিনামূড়া এলাকায়৷ অগ্ণিদগ্দা গৃহবধূর নাম তুলসী দেবনাথ৷ এদিকে, তুলসীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ স্বামী গৌতম দেবনাথ পণের জন্য নির্যাতন চালিয়ে যাচ্ছিল৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, পনের বছর আগে গৌতমের সাথে বিয়ে হয়েছিল তুলসীর৷ বিয়ের পর কিছুদিন ভালোই কেটেছিল দাম্পত্য জীবন৷ তারপর থেকেই তুলসীর জীবনে নেমে আসে পণপ্রথার বিষাক্ত কালো ছায়া৷ স্বামী পণের জন্য তুলসীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ৷ সেই নির্যাতনের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বৃহস্পতিবার রাতে৷ স্বামী তুলসীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে৷ প্রতিবেশীরা অগ্ণিদগ্দ হওয়ার বিষয়টি টের পেয়ে তুলসীর বাড়িতে ছুটে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, তুলসীর বাবার বাড়ির লোকজন স্বামী গৌতম দেবনাথের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন থানায়৷ সেই মোতাবেক পুলিশ মামলা নিয়েছে৷ তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্তকে গ্রেপ্তারের কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ তদন্তে গাফিলতি করছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তুলসীর শারীরিক অবস্থা সংকটজনক৷ তবে, চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে সুস্থ করে তোলার জন্য৷
2017-09-09