ট্র্যাকের ক্লিপ খুলে রেলের নাশকতার চেষ্টা, বখাটে ছেলেকে পুলিশে দিল বাবা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জে ট্র্যাকের ক্লিপ খুলে রেলে নাশকতা চালানোর সাথে জড়িত বখাটে ছেলেকে পুলিশে দিয়েছে বাবা৷ পুলিশ ঐ কিশোরকে আটক করে তার দেওয়া তথ্য মোতাবেক আরও এক কিশোরকে আটক করেছে৷ বর্তমানে দুই কিশোর বিশ্রামগঞ্জ থানায় রয়েছে৷ তাদের বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হবে বলে মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন৷ ধৃতরা হল বাসু দেববর্মা এবং সত্য দেববর্মা৷ তারা দুজনেই বখাটে৷ তারা প্রায় সময় নেশাগ্রস্ত অবস্তায় থাকে৷ প্রথমে বাসু দেববর্মার বাবা পুলিশের দ্বারস্থ হন এবং ছেলের এই কুকর্মের কথা জানান৷ পুলিশ সেই মোতাবেক বাসু দেববর্মাকে আটক করে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে সত্য দেববর্মার নামে পেয়েছে৷ তাই সত্যকেও আটক করা হয়েছে৷ দুজনেই তাদের এই অপকর্মের কথা স্বীকার করেছে৷ তাদের উদ্দেশ্য কি ছিল সেটা অবশ্য জানা যায়নি৷ সেই সাথে কেউ কি তাদের মাধ্যমে এই ঘটনাটি সংঘঠিত করিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ৷
প্রসঙ্গত, সোমবার সকাল ৯.৪৫ মিনিটে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আগরতলাগামী লোক্যাল ট্রেন৷ চালকের তৎপরতায় প্রায় তিন শতাধিক যাত্রী প্রাণে বাঁচে৷ ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসপি অফিসের পেছনের রাবার বাগান সংলগ্ণ এলাকায়৷ উদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়৷ ঠিক বিশ্রামগঞ্জ স্টেশন থেকে যাওয়ার পথে ঘটে বিপত্তি৷ এস পি অফিস সংলগ্ণ স্থানে পৌঁছার পূর্বেই চালকের সর্তকতায় বলতে পারে রেল লাইনে ট্রেক সরে রয়েছে৷ উপস্থিতবুদ্ধি দিয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটির গতি শ্লথ করে দেয় এবং মাঝ রাস্তায় ট্রেনটি থামিয়ে দেন৷ রেলের ট্রেক খোলা ছিল৷ ঘটনাস্থলে এসে চালক এবং যাত্রীরা উপলব্ধি করে যে রেলের ট্রেকের জোড়া, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে৷ যদিও ট্রেনটি যদি চলন্ত অবস্থায় থাকতো তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা নিশ্চিত ছিল৷ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে বিশ্রামগঞ্জ রেল স্টেশনে৷ মুহুর্তের মধ্যে জড়ো হয়ে যায় শত শত মানুষ৷