নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ সেপ্ঢেম্বর৷৷ রহস্যজনক অগ্ণিকান্ডে কৈলাসহরের টিলা বাজারস্থিত গ্রামীন ব্যাঙ্ক শাখার সার্ভার, কম্পিউটার ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা৷ কিন্তু সার্ভার ও সিস্টেমযুক্ত ৩টি কম্পিউটার পুড়ে যাওয়ার গ্রাহকদের তথ্য নষ্ট হয়েছে কিনা তা বলতে পারছেন না ব্যাঙ্ক ম্যানেজার পার্থ বনিক৷ অগ্ণিকান্ডের কাবণ জানা যায়নি৷ এসডিপিও, ফায়ার অফিসার, এসডিএম, গ্রামীন ব্যাঙ্কের রিজিওন্যাল ম্যানেজার ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেছেন৷
মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ অগুনের ধোয়া দেখতে পান পাশ্ববর্তী এলাকার লোকজন৷ এরা খবর দেন ফায়ার সার্ভিস, থানা এবং ব্যাঙ্ক ম্যানেজারকে৷ তাদের প্রাথমিক ধারনা সর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ড৷ এই ব্যাঙ্কে ১৫ হাজারেরও বেশি গ্রাহক রয়েছেন৷ রাতেই শতশত নাগরিক ভীড় জামায় ব্যাঙ্ক অফিস প্রাঙ্গনে৷ ফায়ার সার্ভিস আগুন আয়ত্বে আনে৷ তবে প্রচুর পরিমান জল ছিটানোয় নথিপত্র, কম্পিউটার, প্রিন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে৷ আজ বেলা ১১টা নাগাদ এসডিএম সুব্রত চৌধুরী ব্যাঙ্ক শাখা অফিস পরিদর্শন করেন৷ একবছর আগে এমনভাবেই আগুন লেগেছিল গ্রামীণ ব্যাঙ্কের এই শাখায় তখন ম্যানেজার ছিলেন উত্তম সিনহা৷ বর্তমান ম্যানেজার পার্থ বনিক ডলুগাও ব্যাঙ্কে থাকাকালে ২ বছর আগে ইউ বি আই থেকে ৯ লক্ষ টাকা তুলেছিলেন৷ গাড়ীতে একটি ব্যাগে টাকা রেখে পান দোকান যাওয়ার সময় সেই টাকা সহ ব্যাগ গায়েব হয়ে যায়৷ তদন্তের পর তার নাকি ক্রটি ধরা পড়েনি৷ বর্তমানে ৮ মাস ধরে টিলাবাজার ব্যাঙ্কে কর্মরত ৷ ফলে নাশকতামূলক বলেও এলাকার কেউ কেউ মনে করছেন৷ রাতে এক প্রাক্তন ম্যনেজার আগুন নেভানো চলাকালে জানান কিছুই নাকি ক্ষতি হয়নি৷
2017-09-07