BRAKING NEWS

আঠারতে রাজ্য বিধানসভা নির্বাচনে গত এডিসি ভোটের ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে ঃ গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ চিন্তিত হলেও, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে গণমুক্তি পরিষদ অনেকটাই

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের নেতৃত্বরা৷ ছবি নিজস্ব৷

নিশ্চিত যে, আগামী বিধানসভা নির্বাচনে গত এডিসি নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে৷ রবিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি বলেন, বিজেপি দেশের সরকারে আছে ঠিকই, কিন্তু রাজ্যে সংগঠনের শিকড় এখনও গভীরে পৌঁছায়নি৷ এদিকে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দূর্বলতার কারণে যাঁরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁরা এখন অবসাদে ভুগছেন৷ এই যুক্তিতে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা জোর গলায় দাবি করেন, রাজ্যে বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে এডিসি নির্বাচনের ফলাফলের পুণরাবৃত্তি হতে পারে৷ তাতে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, বিরোধী ভোট বিভাজনে বিধানসভা নির্বাচনে সবকটি আসন বামেদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
এদিন গণমুক্তি পরিষদের সভাপতি বলেন, কুৎসা, প্রলোভন এবং বিভাজনের মাধ্যমে এরাজ্যেও বিজেপি প্রভাব বিস্তারের কৌশল নিয়েছে৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রিরা রাজ্যে আসায় উপকার হওয়ার বদলে, তাঁদের মিথ্যা বক্তব্যে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাঁর দাবি, বিজেপি সুস্থ রাজনীতির মধ্য দিয়ে না গিয়ে বাঁকা পথ অবলম্বন করছে৷
গণমুক্তি পরিষদ রাজ্যে বিজেপির বিস্তার রোধে আরও সক্রিয় হবার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ২০ মে রাজ্যের দুই লক্ষাধিক উপজাতি অংশের পরিবারের কাছে পার্টির বার্তা পৌঁছে দেওয়া হবে৷ সংগঠনের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সভাপতি জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ দেশের বর্তমান সরকার এখন পর্যন্ত চারটি বাজেট পেশে করেছে৷ কিন্তু তারা কোনও ভাবেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চলছে না৷ ক্ষমতায় আসার আগে তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার পূরণ করতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জীতেন্দ্র চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *