ওসি’র মারে মৃত্যুর সঙ্গে লড়ছে নাবালক বাইক চালক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বক্সনগরের কলসিমুড়া এলাকায় এক নাবালক বাইক চালককে লঘুপাপে বেদম প্রহার করে কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে স্বয়ং ওসি নাবালকটিকে অমানবিকভাবে মারধর করে মারাত্মক জখম করেছেন৷ বতমানে নাবালক ত্রিপাস সরকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
গত ৩রা মে বক্সনগরের কলসিমুড়া এলাকায় নাবালক চালক ত্রিপাস সরকারের বাইকের ধাক্কায় মৌসুমী সরকার নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা আহত হয়৷ এলাকার লোকজন নাবালক ত্রিপাস সরকারকে আটক করে প্রচন্ড মারধর করে কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেয়৷ কলমচৌরা থানার ওসি অমল চক্রবর্তী নির্মমভাবে নাবালকটিকে মারধর করেছে বলে অভিযোগ৷ ওসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এনেছেন জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালকটির মা৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালকটির শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি বলে দাবি করেছেন নাবালকটির মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *