বিবাদ মিটিয়ে সহযোগিতার পথে যাওয়া উচিত ভারত-চিনের ঃ গান্ধীজীর পৌত্র

বেজিং, ৫ মে (হি.স.): ভারত ও চিনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের| এবার সেই বিবাদ মিটিয়ে পারস্পরিক সহযোগিতার পথে যাওয়া উচিত বলে মন্তব্য করলেন মহাত্মা গান্ধী পৌত্র রাজমোহন গান্ধী| বেজিং-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে গোটা বিশ্বের ভালোর কথা ভেবে দুই দেশের সম্পর্ক ভাল করা উচিত|
তিনি আরও বলেন, ‘চিন ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যা রয়েছে| কিন্তু বিশ্বের খাতিরে একে অপরের সঙ্গে ভাল সম্পর্ক রাখা উচিত|’ এই দুই দেশ একসঙ্গে কিভাবে বিশ্বের উন্নতিতে সামিল হতে পারে সেবিষয়ে নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *