নয়াদিল্লি, ৫ মে (হি.স.): আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিমের নাগাল পেতে এবার ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি জানিয়ে অংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ ৬টি দেশের কাছে আবেদন জানাল ইডি| চিঠি দেওয়া হয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, সাইপ্রাস ও মরক্কোকেও| প্রমাণ হিসেবে ওই সমস্ত দেশে দাউদের সম্পত্তি, বিভিন্ন লেনদেনের দলিল এবং চুক্তিপত্রও পাঠানো হয়েছে| মাফিয়া দাউদের বিরুদ্ধে বেআইনিভাবে অর্থ পাচার করার অভিযোগও এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|
2016-05-05