নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ মে৷৷ জাল টাকার কারবারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে একদিন লকআপে রাখে ইরানি থানার পুলিশ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, কৈলাসহর মহকুমার চাতলাং টিলা এলাকার বাসিন্দা শিশির মারাক পেশায় পান ব্যবসায়ী৷ তার পানের দোকান বাবুরবাজারে৷ প্রতিদিনের মতোই পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন৷ তখন ইরানি থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়৷ পুলিশ জাল নোটের কারবারী হিসেবে তাকে সন্দেহ করে তল্লাশি চালায়৷ কিন্তু তার কাছ থেকে যা টাকা পাওয়া গেছে সবগুলিই আসল বলে চিহ্ণিত হয়৷ খবর পেয়ে আজ চাতলাং টিলা থেকে উপজাতি জনগণ ছুটে আসেন ইরানি থানায়৷ অভিযোগ, পুলিশ বিষয়টি ধামাচাপা দিয়ে শিশির মারাককে ছেড়ে দেয়৷ থানায় দলবদ্ধ হয়ে আসা উপজাতি জনগণের মতে শিশির মারাকের উপর আনা পুলিশের অভিযোগ সর্বৈব মিথ্যা৷ পুলিশের এই হয়রানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা৷
2016-05-05