মুম্বই, ৫ মে (হি.স.): কিনান-রুবেন হত্যা মামলায় চার অভিযুক্তকেই যাবজ্জীবন সাজা শোনাল মুম্বই আদালত| বৃহস্পতিবার জিতেন্দ্র রানা, সুনীল বোধ, সতীশ দুলহাজ এবং দীপক তিভালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মুম্বই আদালত| ২০১১ সালের ২০ অক্টোবর মুম্বইয়ের রাস্তায় খুন হন কিনান (২৪) এবং রুবেন (২৯)| ইভটিজারদের হাত থেকে তাঁদের বান্ধবীদের বাঁচাতে গিয়ে খুন হন তাঁরা| আন্ধেরির আম্বলিতে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে খুন করা হয় কিনান এবং রুবেনকে| এই ঘটনার পাঁচ বছর পর সাজা পেল চার অপরাধী| বৃহস্পতিবার সাজা ঘোষণার পর কিনানের বাবা বলেন, ‘আমি ওদের মৃতু্যদণ্ড চেয়েছিলাম|’
ঘটনার দিন বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন কিনান এবং রুবেন| সেই সময় তাঁদের সঙ্গে থাকা তরুণীদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে একদল যুবক| তাদের বাধা দেয় কিনান এবং রুবেন| অকুস্থল থেকে চলে যেতে বলা হলে, সেই মুহূর্তে ইভটিজাররা চলে যায়| কিন্তু, কিছুক্ষণ পর আরও ১০ জন সাঙ্গ-পাঙ্গকে নিয়ে চলে আসে তারা| প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় কিনান এবং রুবেনকে| প্রায় ৫০ জন মানুষ এই ঘটনার সাক্ষী থাকলেও, কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেনি| পাঁচ বছর পর এই মামলায় দোষী সাব্যস্ত হল চার অভিযুক্ত|
2016-05-05