কর্মী স্বল্পতা, ফ্যাকাল্টি সংকটের মাঝে অত্যাধুনিক এমআরআই মেশিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, সরকারী মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের বেহাল পরিস্থিতির কথা স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী

MRIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ কর্মী স্বল্পতা, ফ্যাকাল্টি এবং বেহাল স্বাস্থ পরিষেবার বিষয়টি অকপটে মেনে নিয়েছেন স্বাস্থমন্ত্রী বাদল চৌধুরী৷ মঙ্গলবার জি বি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির এমআরআই মেশিন উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী আগরতলা সরকারী মেডিকেল কলেজ এবং জি বি হাসপাতাল সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে রাজ্যে বেহাল স্বাস্থ্য পরিষেবার চিত্রটি আরো ভালভাবে ফুটে উঠেছে৷
উল্লেখ্য, রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আজ আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে সর্বাধুনিক এমআরআই মেশিন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার অত্যাধুনিক এই পরিষেবার সূচনা করেন৷ এর ফলে বহুদিনের প্রত্যাশা পূরণ হলো রাজ্যবাসীর৷
রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে যুক্ত হল অত্যাধুনিক এমআরআই পরিষেবা৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অত্যাধুনিক পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন৷ এ উপলক্ষে জিবি হাসপাতাল পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের অন্যান্য সমস্যা সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন৷ আগরতলা সরকারী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ জিবি হাসপাতালের পদস্থ অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠক করেন৷ বৈঠকে যেসব সমস্যায় কথা উঠে এসেছে সেগুলো বাস্তবায়নের জন্য রাজ্য সরকার সীমিত ক্ষমতায় মধ্যে ও পর্যায়ক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস্থ করেছেন মুখ্যমন্ত্রী৷ অত্যাধুনিক এমআরআই মেশিনের উদ্বোধন শেষে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, জিবি হাসপাতালে আগেও এমআরআই মেশিন ছিল৷ সেগুলো পুরানো হয়ে গেছে৷ সে কারনেই অত্যাধুনিক এমআরআই মেশিন বসানো হয়েছে৷ স্বল্প খরচে যাতে পরিষেবার সুযোগ রোগী সাধারণ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷
স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিবি হাসপাতালে বেশকিছু সমস্যা রয়েছে৷ সেগুলের মধ্যে রয়েছে ফ্যাকাল্টি সমস্যা, স্টাফ সমস্যা ও প্রয়োজনীয় জমি ও পরিকাঠামোর সমস্যা৷ এসব সমস্যা আছে, থাকবে৷ সমাধানের চেষ্টাও করা হবে৷ সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কলেজ কর্তৃপক্ষ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন৷ সমস্যা সম্পর্কে তাদের কাছ থেকে জেনেছেন৷ নতুন করে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং রাতের বেলা চিকিৎসকদের পরিষেবা যাতে বাড়ানো যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে৷
আরএসবি প্রকল্প বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, এই প্রকল্প সাময়িক কালের জন্য বন্ধ রাখা হয়েছে৷ একমাসের মধ্যেই চালু হবে৷ নতুন এজেন্সী নিযুক্ত করা হয়েছে৷ এজন্য একমাস সময় লাগবে৷
রাজ্যের গর্বের জিবি হাসপাতালে অত্যাধুনিক এমআরআই মেশিন না থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল৷ সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে নতুন এমআরআই মেশিন চালুর ফলে৷
এদিকে, প্রাথমিক ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের রোগী পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ৩০টি অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়৷ এই অ্যাম্বুলেন্সগুলি আজ পরিষেবার জন্য উন্মুক্ত করেন দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *