পাচারকারীদের হামলায় আহত সোনামুড়ায় বিএসএফ জওয়ান

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে ৷৷ পাচারে বাধা দিতেই পাচারকারীদের সংঘবদ্ধ আক্রমণে আহত হলেন এক বিএসএফ জওয়ান৷ পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কুপালে গুরুতর আহত হয় সে৷ আহত জওয়ানের নাম অশোক পাল৷ রবিবার সকালে এই ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার কুলুবাড়ি বিওপি’র অধীন ইউএনসি নগরে৷ আশঙ্কাজনক অবস্থায় জওয়ান অশোক পালকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিএসএফের কড়া টহলদারি থাকা সত্ত্বেও সোনামুড়ার সীমান্ত গ্রামগুলি পাচার বাণিজ্যের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে৷ প্রায়সই পাচার বাণিজ্যকে কেন্দ্র করেউত্তপ্ত হয়েপড়েছে গ্রামগুলি৷ রবিবার সাত সকালে পাচারকারীদের পাচারে বাধা দিতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এক বিএসএফ জওয়ানকে৷ ঘটনাটি ঘটে সোনামুড়ার ইউএনসি নগরে৷ঘটনার বিবরণে জানা যায়, সীমান্তে ডিউটিরত অবস্থায় ছিল ১৪৫ নং ব্যাটেলিয়ানের জওয়ান অশোক পাল তাদের বাধা দেয়৷ সঙ্গে সঙ্গেই পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঐ জওয়ানের উপর হামলা করে৷ তাকে মাটিতে ফেলে এলোপাথারি কুপানো হয়৷ বিএসএফ জওয়ান চিৎকার শুরু করলে পাচারকারীরা বাংলাদেশে গা ঢাকা দেয়৷ খবর পেয়ে অন্যান্য জওয়ানরা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ এদিকে ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত বিএসএফ জওয়ান৷ শুরু হয় পুলিশি টহলদারি জানা গেছে পাচারকারীরা সংখ্যা ছিল তিনজন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *