সোনামুড়ায় পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে রক্তাক্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সোনামুড়ার দূর্গাপুর সীমান্ত গ্রামে বৃহস্পতিবার সকালে পাচারকারী সন্দেহে স্থানীয় এক নিরীহ যুবককে পিটিয়ে গুরুতরভাবে জখমকরেছে বিএসএফের জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায়তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ আহত যুবকের নাম রফিক মিয়া৷ স্থানীয় লোকজনরা তাকে প্রথমে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ সংবাদ সূত্রে জানা যায়,

রফিক মিয়া
রফিক মিয়া

কতিপয় পাচারকারী বৃহস্পতিবারসকালে সোনামুড়ার দুর্গাপুর এলাকার সীমান্ত দিয়ে  বিভিন্ন সামগ্রী পাচার করার চেষ্টা করে৷ তখনই বিএসএফের জওয়ানরা তাকে ধাওয়া করে৷ বিএসএফের ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়৷ ঐ সময় গ্রামেরই রফিক মিয়া গরুর জন্য ঘাস কাটছিল৷ বিএসএফের তোপের মুখে পড়ে ঐ নিরীহ যুবক৷ তাকে পাচারকারী সন্দেহে বেদম প্রহার করে বিএসএফের জওয়ানরা৷ সে নিজেকে পাচারকারী নয় বলে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ বিএসএফের প্রহারে স্থানীয় নিরীহ যুবক জখম হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ এব্যাপারে আহত যুবকের পরিবারের তরফে বিএসএফের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, সোনামুড়ার বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি৷ এই উন্মুক্ত সীমান্তের সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা অহঃরহ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করতে না পেরে নিরীহ মানুষের ওপর বিএসএফ আক্রমণ সানাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *