সিডনি, ২৯ এপ্রিল (হি.স.): অস্ট্রেলিয়ার সিডনিতে শপিং সেন্টারের বাইরে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ৪০ বছরের এক ব্যক্তি| ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন| ৬০ বছরের এক বৃদ্ধ এবং ৩১ বছরের এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রিকার্ড রোডে সেন্ট্রাল শপিং সেন্টারের পার্কিং লটে|
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ডেভিড ইয়ার্ডলেই জানিয়েছেন, পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়েছে| ৪০ বছরের যে ব্যক্তি মারা গিয়েছেন তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে| এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ|
2016-04-29