রিও অলিম্পিকে শুভেচ্ছাদূত হতে চলেছেন শচিন ও রহমান, সলমন থাকছেনই

RIOনয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): বলিউড অভিনেতা সলমন খানের পর এবার রিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাদূত হতে চলেছেন শচীন তেন্ডুলকর এবং এ আর রহমান| ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি তারলোচন সিং জানালেন, শচীন এবং এ আর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা চলছে| এখনও তাঁরা নিশ্চিতভাবে কিছু জানাননি| আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি|
তবে সলমন খানকে নিয়ে যতই বিতর্ক হোক, তিনি কিন্তু শুভেচ্ছাদূতের ভূমিকায় থাকছেন| তারলোচন সিং জানিয়েছেন, সলমন শুভেচ্ছাদূতের ভূমিকায় থাকছেন| উল্লেখ্য, সল্লু মিঞাকে রিও অলিম্পিকে শুভেচ্ছাদূত করা নিয়ে ক্ষোভ জানিয়েছেন মিলখা সিংয়ের মতো ক্রীড়বিদরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *