ভানুয়াটুতে শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.০

পোর্ট ভিলা, ২৯ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াটু| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০| মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভূকম্পন অনুভূত হয় ভানুয়াটুর রাজধানী পোর্ট ভিলা থেকে প্রায় ২০৯ কিলোমিটার দূরে| ভূকম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি| ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি|
প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ এলাকা রিং অফ ফায়ারের অংশ এই ভানুয়াটু| ছোট বড় ভূমিকম্প এখানকার মানুষের নিত্যসঙ্গী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *