বরেলি, ২৯ এপ্রিল (হি.স.): উত্তরপ্রদেশের বরেলিতে বাড়িতে আগুন লেগে পুড়ে মৃতু্য হল একই পরিবারের ছয় সদস্যের| মৃতরা সকলেই অপ্রাপ্তবয়স্ক| শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| মৃতরা হল, সালোনি (১৭), সঞ্জনা (১৫), ভুরি (১০), দূর্গা (৮) এবং তাদের দুই তুতো ভাই-বোন মহিমা (৯) ও দেৱু (৭)|
পুলিশ জানিয়েছে, এদিন সকালে নিজেদের বাড়িতেই ঘুমিয়েছিল চার বোন ও তাদের দুই তুতো ভাই-বোন| সেই সময় বাড়িতে বড়রা কেউ ছিলেন না| একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে পিলভিটে গিয়েছিলেন ওই চার শিশুর বাবা রাজু কাশ্যপ ও তাঁর স্ত্রী| বাড়ি থেকে বেরনোর আগে মোমবাতি নিভিয়ে আসতে ভুলে গিয়েছিলেন তাঁরা| এই মোমবাতি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে অনুমান করছে পুলিশ| বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন প্রতিবেশীরা| কিন্তু, ততক্ষণে খড়ের চালায় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে| বিধ্বংসী আগুনে পুড়ে মৃতু্য হয় ৬ জনেরই| খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ| মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|
2016-04-29