জিএমকে ডেকে রাজ্য সরকারের ক্ষোভ অসন্তোষ জানালেন মুখ্যসচিব, বিএসএনএল পরিষেবার উন্নতি হবে শীঘ্রই ঃ আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ পিজিসিএল’র ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে রেহাই পেতে চাইছে বিএসএনএল ত্রিপুরা শাখা৷ গত কয়েক দিন যাবৎ বিএসএনএল মোবাইল পরিষেবার বেহাল দশার জন্য সিগন্যালিং ব্যবস্থায় গোলযোগই মুখ্য কারণ বলে জানিয়েছেন সংস্থার ত্রিপুরা শাখার জি এম আর রবিচন্দ্রন৷ তবে, এসপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত

বৃহস্পতিবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং বিএসএনএল’র আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং বিএসএনএল’র আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ নিজস্ব ছবি৷

লিংক চালু করার বন্দোবস্ত করা হচ্ছে৷ গতকাল সমস্ত রকম পরীক্ষা নিরিক্ষা হয়ে গেছে৷ ফলে, দুয়েক দিনের মধ্যে মোবাইল পরিষেবা নিয়ে যাবতীয় সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এদিকে, আজ রাজ্যের মুখ্য সচিবের সাথে বিএসএনএল’র পদস্থ আধিকারীকদের এক বৈঠক হয়েছে৷ তাতে রাজ্যে আইটি সেক্টরটি কিভাবে শক্তিশালি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে শ্রীরবিচন্দ্রন জানিয়েছেন৷ সূত্রের খবর, রাজ্যে বিএসএনএল‘র পরিষেবা নিয়ে রাজ্য সরকারের ক্ষোভ অসন্তোষ জিএম’কে জানিয়েছেন মুখ্যসচিব যশপাল সিং৷ দ্রুত সমস্ত সমাধানের জন্য চাপ দেওয়া হয়েছে বিএসএনএল’কে৷
বিএসএনএল’র মোবাইল পরিষেবা রাজ্যে বিপর্যস্ত পড়েছে গত কয়েকদিন ধরেই৷ এনিয়ে খোদ মুখ্যমন্ত্রী মানিক সরকারও উষ্মা প্রকাশ করেছিলেন৷ আর জানিয়েছিলেন, মুখ্য সচিবকে তিনি নির্দেশ দিয়েছেন বিএসএনএল’র আধিকারীকদের ডেকে পাঠানোর জন্য৷ সে মোতাবেক আজ মহাকরণে মুখ্যসচিব যশপাল সিংয়ের সাথে বিএসএনএল ত্রিপুরা শাখার জিএম আর রবিচন্দ্রন সহ কয়েকজন পদস্থ আধিকারীকরা বৈঠক করেন৷ তাতে উঠে আসে রাজ্যে বিএস এনএল’র মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার বিষয়টি৷ শ্রীরবিচন্দ্রন জানিয়েছেন, রাজ্য সরকার মূলত জানতে চেয়েছে ইন্দ্রনগরে যে আইটি পার্ক গড়ে উঠছে তাতে নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করা সম্ভব হবে কি না৷ কারণ রাজ্য সরকার চাইছে আইটি সেক্টরটি শক্তিশালি করে তুলতে৷ তিনি আরও জানান, মুখ্যসচিব জানতে চেয়েছেন, যেহেতু কক্সবাজার থেকে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করছে বিএসএনএল যার গেইটওয়ে হয়েছে আগরতলা, ফলে আইটি সেক্টরে কাজের প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা করা সহজেই সম্ভব হবে৷ তাতে বিএসএনএল’র তরফে সবধরনের সুযোগসুবিধা প্রদান করা হবে মুখ্যসচিবকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীরবিচন্দ্রন৷ তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট পরিষেবার জন্য যে পরিকাঠামো রয়েছে তাতে আইটি সেক্টরে উন্নতি করা খুব সহজ৷ তাঁর দাবি, আপাতত ১০ জিবিপিএস ব্যান্ডইউথ বাংলাদেশ থেকে আমদানি করা হচ্ছে, যা প্রয়োজনে আগামীদিনে ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো হবে৷
তবে, রাজ্যে জীর্ণ দশায় পরিণত হয়েছে বিএসএনএল৷ সূত্রের খবর, সম্প্রতি কর্মী স্বল্পতাও দেখা দিয়েছে৷ কারণ, বিএসএনএল ত্রিপুরা শাখা নতুন করে খুব একটা লোক নিয়োগ করছে না৷ এমনকি, যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে সেগুলির এমন অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলি মান্ধাতা আমলের৷ স্বাভাবিকভাবেই মাঝেমধ্যেই ত্রুটি দেখা দেয়, যা মারাত্মক আকার ধারণ করলে সামাল দেওয়া সম্ভব হয়ে উঠে না৷ ফলে, বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা৷ গত কয়েকদিন ধরে বিশেষ করে মোবাইল আউটগোয়িংয়ের ক্ষেত্রে যে মারাত্মক অসুবিধা হচ্ছে, তার জন্যও বিএসএনএল পিজিসিএল’র ঘাড়ে দোষ চাপিয়েছে৷ তবে, দুয়েক দিনের মধ্যে অতিরিক্ত লিংকের সাহায্যে সমস্যার সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন৷
সূত্রের খবর, মুখ্যসচিবও এদিন বিএসএনএল আধিকারিকদের রাজ্যে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে অসন্তোষ্ট বলে জানিয়েছেন৷ প্রতিনিয়ত রাজ্যের ভোক্তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা শীঘ্রই সমাধান করার জন্য বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *