নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ বড় সর বিপর্যয়ের হাত থেকে অল্পেতে রক্ষা পেল আগকচসা জয়গুরু এলাকা৷ জানা গেছে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎতের লাইন স্থাপন করতে গিয়ে কর্তব্যরত বিদ্যুৎ কর্মীদের অসাবধানতায় ড্রিলিং মেশিন জয়গুরু আজাদ হিন্দ ক্লাব সংলগ্ণ এলাকার খটির নীচের ৩০ কেজি চাপযুক্ত গ্যাসের লাইন লিক করে ফেলায় এই বিপত্তি ঘটে৷ দমকল বাহিনীর তৎপরতা সমূহ বিপদের হতে থেকে রক্ষাপায় সংশ্লিষ্ট অঞ্চল ও আসাম আগরতলা জাতীয় সড়কের বিশাল অংশ৷
বিদ্যুৎ দপ্তরের অদক্ষ কর্মীদের খামখেয়ালী পনার কারনে বড়সর অগ্ণিকান্ডে পুরে ছাড়খার হয়ে যেতে পারত গোটা জয়গুরু এলাকা৷ একটা বিশাল এলাকা নিয়ে ধবসে যেতে পারত আসাম আগরতলা জাতীয় সড়কের একটা বিশাল অংশও৷ কিন্তু মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনে দমকল কর্মীদের তৎপড়তায় রক্ষা পায় গোটা এলাকা৷ জানা গেছে, জয়গুরু আজদহিন্দ ক্লাব সংলগ্ণ স্থানে খটির নীচে দিয়ে বৈদ্যুতিক ক্যাবল স্থাপনের কাজ করছিল বিদ্যুৎ দপ্তর৷ এর জন্য ট্র্যাকার ড্রিলিং মেশিন দিয়ে ক্যাবল বসানো গর্ত খোড়ার কাজ চলছিল৷ মাটির নিচে ট্র্যাকার ড্রিলিং মেশিনের গর্ত খোড়ার কাজ ধরা পড়ে মেশিনের স্কীমে৷ এই স্কীমের দিকে লক্ষ্যই রাখেন নি বা লক্ষ্য রাখার প্রয়োজনিয়তা অনুভব করেন নি দপ্তরের অদক্ষ্য বিদ্যুৎ কর্মীরা৷ তারা জানেনই না কখন ড্রিলিং মেশিন খাটির প্রায় ৬ ফুট নীচে থাকা ৩০ কেজি চাপযুক্ত গ্যাসের খোটি পাইপ কাটিয়ে দিয়েছে৷ সংশ্লিষ্ট এলাকাবাসী প্রথমে লক্ষ্য করেন গ্যাসে ঝাঝালো গন্ধ, এবং সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের একটা বিশাল অংশ কেটে শো শো শব্দে গ্যাস বেরুচ্ছে৷ নম্বর নং – এম ২ ইউ০০৩৬১ / ০০৩৫৫/০০৩৫৪/০০৩৬৭ এর সবটা৷ সমূহ বিপদ আঁচ করতে পেরেই স্থানীয় দমকল স্টেশনে খবর পাঠান৷ খবর পেয়ে তড়িৎ গতিতে ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা৷ দমকল কর্মীরা বিপদে আঁচ পেয়ে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বিদ্যুৎ পরিষেবা এবং গ্যাস লাইনের কানেকশন বন্ধ করান৷ ফলে রেহাই পায় গোটা এলাকা৷ এদিন মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের এস এস ও , কালীপদ ঘোষ জানান, গ্যাসের কানেকশন বন্ধ করে দেওয়ার রক্ষা পেল এলাকা৷ বিদ্যুৎ কর্মীদের খামখেয়ালীর জেরেই এমনটা হয়েছে বলেও প্রকায়ান্তরে জানান তিনি৷
এদিন দমকল অধিকারিক জানান, আগুন ধরে পেতে পারত৷ আগুন লাগলে ভয়ানক রূপ নিতে পারত৷ সি এন জি গ্যাসের পাইপে বিস্ফোরন ঘটলে জাতীয় সড়কের একটা অংশ ধবসে যেতে পারত৷
এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ স্থানীয়দেরও অবিযোগের তীবর বিদ্যুৎ দপ্তরের জড়িত কর্মীদের দিকেই তথ্যভিজ্ঞ মহল সূত্রে জানা গেছে বিদ্যুৎ দপ্তরের এই দলটি সম্প্রতি জেল আশ্রম রোর্ড এলাকায় ড্রিলিং মেশিনের মাধ্যমে আন্ডার গ্রাউন্ড ইলেকট্রিক্যাল ক্যাবল লাইন স্থাপন করতে গিয়ে পানীয় জলের পাইপ ফাটিয়ে দিয়েছে৷ জলের পাইপ কেটে জেল আশ্রম রোর্ডের একটি এলাকায় বিপত্তি ও ঘটে বলে জানা গেছে৷
2016-04-28