নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠে গেছে গোটা রাজ্যবাসীর৷ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি৷ গ্রীষ্মকাল আসতেই এদিনের তাপমাত্রা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ৷ দাবদাহের কথা মাথায় রেখে সোমবার থেকেই রাজ্যের সুকলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে৷ সরকারি সমস্ত সুকলে সোমবার ২৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে পুনরায় সুকল খুলবে আগামী ২০ মে৷ এদিকে, অধিকাংশ বেসরকারি সুকলেও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে৷
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে৷ ফলে, দাবদাহের হাত থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তর সকলকে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও তা পরিমাণে খুবই সামান্য৷ এমনকি, বৃষ্টিপাত হলেও তাপমাত্রায় কোন তফাৎ হবে না৷ ফলে, গোটা রাজ্য তীব্র দাবদাহের কবলে৷
এমনিতেই গোটা পূর্বোত্তরে এবছর বৃষ্টিপাতের মাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক কম৷ গোটা দেশে বৃষ্টিপাত বাড়লেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্বোত্তরে বৃষ্টিপাত কম হবে৷ ফলে এই অঞ্চলের অন্যান্য রাজ্যের মত মারাত্মক প্রভাব পড়বে ত্রিপুরাতেও৷ এমনিতেই গোটা রাজ্যে জলবায়ুর আমূল পরিবর্তন ঘটেছে৷ ফলে, গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহের থাবা আগামীদিনে রাজ্যবাসীকে আরো ভোগান্তির মুখে ফেলবে বলেই অনুমান৷
2016-04-26