নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ৱুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে| সোমবার বিকেল ৫টা নাগাদ বিদেশমন্ত্রীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়| হাসপাতালের পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয় বিদেশমন্ত্রীকে| এরপর রাত ১০টা নাগাদ তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে আনা হয়|
এইমস-এর চিকিত্সকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই| সুষমাজীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে| তবে তাঁকে কতগুলি শারীরিক পরীক্ষা করাতে হবে| আগামীকাল সেই রিপোর্টগুলি পাওয়া যাবে| হাসপাতালে বিদেশমন্ত্রীকে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা| উল্লেখ্য, মঙ্গলবারই পাক বিদেশসচিবের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের|
2016-04-26