রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য| সোমবার থেকে শুরু হওয়া সংসদের দ্বিতীয় পর‌্যায়ের বাজেট অধিবেশনের উচ্চকক্ষে শপথ নেওয়া নয় সদস্যের মধ্যে পাঁচজনই হলেন কংগ্রেসের| তাদের নির্বাচিত সদস্যরা হলেন- হিমাচল প্রদেশ থেকে আনন্দ শর্মা, অসম থেকে যথাক্রমে রিপন বোরা ও রানী নারাহ এবং পাঞ্জাব থেকে যথাক্রমে প্রতাপ সিং ও সামশের সিং ধূল্লো|
এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাক্সবাদী(সিপিআইএম) থেকে নির্বাচিত হয়েছে দুজন সদস্য| তাদের নির্বাচিত সদস্যরা হলেন ত্রিপুরা থেকে ঝর্ণা দাস বৈদ্য এবং কেরল থেকে কে. শ্যামাপ্রসাদ| বিজেপি ও শিরোমণি অকালি দলের তরফ থেকেও একজন করে সদস্য আজ শপথ গ্রহণ করেছেন| তাদের শপথ গ্রহন করা সদস্যরা হলেন যথাক্রমে নরেশ গুজরাল এবং শ্বেত মালিক|
বর্তমানে রাজ্যসভায় উক্ত দলগুলির সদস্য হলো যথাক্রমে কংগ্রেসের ৬৫ জন, বিজেপির ৪৭ জন, সিপিআইএম-এর ৮ ও শিরোমণি অকলি দলের ৩ জন করে| ফলে এখনও বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভায় বিরোধীদের উপরি নির্ভর করে থাকতে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *