দীপা কর্মকারকে সংবর্ধনা জার্নালিস্ট এসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী ভারতের প্রথম কৃতি সন্তান ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকারকে রবিবার মন্দিরনগরী উদয়পুরে গোমতী যাত্রী নিবাসে ত্রিপুরা ওয়ার্কিং 006জানালিস্ট এসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা  জ্ঞাপন করা হয়৷ উল্লেখ্য, দীপা কর্মকার রবিবার সকালে উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন৷ সেখানেও গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ জেলাশাসক সোনেল গোয়েল, মহকুমাশাসক সুভাশিস বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করেন৷ জেলাশাসক সোনেল গোয়েল বেটি বাঁচাও প্রকল্প থেকে দীপা কর্মকারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন৷ ত্রিপুরেশ্বরী মন্দির থেকে দীপা কর্মকার চলে যান গোমতী গেস্ট হাউসে৷ সেখানেই সাংবাদিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ সংবর্ধনা গ্রহণ করে দীপা জানান, তার কোচ বিশ্বেশ্বর নন্দী যদি তাকে উপযুক্ত প্রশিক্ষণ না দিতেন তাহলে তার পক্ষে এত দূর এগোনো সম্ভব হত না৷ এর জন্য তিনি কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেন৷ দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকেও এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ দীপা কর্মকারের মন্দির নগরীর সফরের সংবাদে মানুষের মধ্যেও বাড়তি আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *