সোমা মজুমদার নির্যাতন মামলায় আদালতে শেষ সওয়াল জবাব, রায় ১৭ই মে

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ চন্দ্রপুরের টাটা কালিবাড়ির সোমা মজুমদার কান্ডে শনিবার আদালতে সম্পন্ন হল আর্গোমেন্ট৷ এদিন আসামী পক্ষের আইনজীবিরা আর্গোমেন্ট করেন৷ আগামী ১৭ মে আদালত এই মামলার রায় ঘোষণা করবেন৷ দীর্ঘ ১ বছর ৮ মাস পর এই মামলার শুনানী সম্পন্ন হয়েছে৷ এখন আদালতে কি রায় ঘোষণা হয় এখন এটাই দেখার৷
চন্দ্রপুরের টাটা কালি বাড়ির সোমা মজুমদাবের কান্ডে শনিবার আদালতে শেষ হল মামলার আর্গোমেন্ট৷ এই দিন আসামী পক্ষের আইনজীবিরা সওয়াল করেন৷ এর আগে সরকার পক্ষের আইনজীবিদের সওয়াল জবাব শেষ হয়৷ মোট ২০ জন অভিযুক্ত বিরুদ্ধে চলে মামলাটি৷ সোমাকে শারীরিকভাবে নিগ্রহ করার তথ্য প্রমান সহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে জমা দেন সরকার পক্ষের আইনজীবিরা৷ আজ আসামী পক্ষের আইনজীবিরা তাদের নির্দোষ প্রমানিত করার চেষ্টা করেন আদালতে৷ অভিযুক্ত ২০ জনের মধ্যে ৭ জন পুরুষ৷ বাকিরা মহিলা৷ সওয়াল জবাব শেষে সরকার পক্ষের আইনজীবি জানান এই মামলায় অভিযুক্তরা যে আইন নিজের হাতে তুলে নিয়েছে তা প্রমাণিত হয়েছে৷
আদালত সূত্রে জানা গেছে আগামী ১৭ মে এই মামলার রায় ঘোষণা করতে পারেন মামলায় বিচারক৷ উল্লেখ্য দীর্ঘ ১ বছর ৮ মাস যাবৎ মামলাটির শুনানী চলে আদালতে৷ ২০১৪ সালের ৬ অক্টোবর চন্দ্রপুরের নাট মন্দির এলাকার মহিলাদের গণ প্রহারের শিকার হন সোমা মজুমদার৷ বেধরক মারে গুরুতর আহত হন তিনি৷ এরপর পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন সোমা মজুমদার৷ প্রথমে মামলা নিতে অস্বীকার করে মহিলা থানা৷ পরবর্তী সময়ে এই বিষয়ে হস্তক্ষেপ করেন রাজ্যপাল স্বয়ং৷ আগামী ১৭ মে আদালত কি রায় ঘোষণা করে এখন এটাই দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *